মিঠুন বড়ুয়া, মাৰ্ঘেরিটা : মার্গেরিটার পাটকাই পাহাড়ে তিন কয়লা শ্রমিক তাদের নিজস্ব অবৈধ ভূগর্ভস্থ খনন বা রেট হোল খনিতে কয়লা খননের সময় জীবন্ত মাটিচাপা পড়ে।
এই ঘটনাটি লিডু টিকক কলিয়ারির অধীনে বারগোলাই এবং নামডাংয়ের একটি রেট হোল অবৈধ ভূগর্ভস্থ কয়লা খনিতে ঘটেছে।
জানাগেছে দুপুর সাড়ে ১২টার দিকে কয়লা খনন করতে গিয়েছিল চার শ্রমিক।
তাদের মধ্যে তিনজন ভেতরে কয়লা খনন করছিল এবং একজন বাইরে কয়লা বহন করছিল।
কিন্তু সেই সময় হঠাৎ ভূমিধসে খনির রাস্তা বন্ধ হয়ে যায়, ফলে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানাগেছে।
খনির বাইরে কয়লা বহনকারী এক শ্রমিকের চোখের সামনেই এ ঘটনা ঘটে।
কয়লা খনিতে চাপা পরে জীবন্ত সমাধিস্থ হওয়া তিন শ্রমিকের একজন নেপালের ভূজপুরের দাওয়া চেরপা এবং বাকি দুজন মেঘালয়ের জন ও ফিনাল বলে জানাগেছে।
খবর পেয়ে মাৰ্ঘেরিটা পুলিশ এবং উত্তরপূর্বাঞ্চলের বৃহত্তম কয়লা সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেডে আধিকারিক ঘটনাস্থলে পৌঁছান। এদিকে মৃতদেহ উদ্ধারের চেষ্টা চলছে যদিও এই সংবাদ লেখা পর্যন্ত উদ্ধারের কোন খবর পাওয়া যায়নি।