রেমালের তাণ্ডবে কলিয়াবরে ৫০টিরও বেশি বক পাখির মৃত্যু!

Spread the love

অয়াহিদুর রহমান, কলিয়াবর : সমুদ্র থেকে উঠা ঘূর্ণিঝড় রেমাল কলিয়াবরেও চালাল তাণ্ডবলীলা। ঝড়ে গাছগাছালী উপড়ে ফেলায় আহত হল গাছে আশ্রয় নেওয়া বক পাখির পাল।

রেমালে আহত বেশ কিছু বক উদ্ধার করলেন কলিয়াবরের চারজন সাংবাদিক। এছাড়াও ঘূর্ণি ঝড়ে কলিয়াবরের বিভিন্ন স্থানে গাছগাছালি উপড়ে পড়ার খবর পাওয়া গেছে।

গোমোথা গ্রামে বাঁশঝাড় ̧ সুপারি গাছ সহ নারকেল গাছ পড়ে ৫০টিরও বেশি বক পাখির ছানা মারাগেছে এবং অনেক ডিম ধ্বংস হয়েছে।

উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে গোমোথা গ্রামের বাঁশঝাড়ে আশ্রয় নিয়েছে হাজার হাজার বক পাখির দল।

রেমালের তাণ্ডবে আঘাতপ্ৰাপ্ত বক পাখির সংবাদ সংগ্ৰহ করতে গিয়ে কলিয়াবরের চারজন সাংবাদিক দীপু বরা, আশিষ কুমার শইকিয়া, রূপজ্যোতি গোস্বামী এবং লক্ষ্য বরা উদ্ধার করেন আঘাতপ্ৰাপ্ত বকদের।

পরে আহত বকগুলো এবং তাদের ছানাগুলোকে চিকিৎসার জন্য পশু চিকিৎসক সুরোজ প্রতিম কাকতীর কাছে হস্তান্তর করেন তারা।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token