ভুল চিকিৎসায় মহিলার মৃত্যুর অভিযোগ! ফের বিতর্কে রাঙ্গিরখাড়ীর সিটি মেটারনিটি হাসপাতাল

Spread the love

নিউজ ডেক্স, গণআওয়াজ : ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এল শিলচর রাঙ্গিরখাড়ীর সিটি মেটারনিটি হাসপাতাল।

তবে এবার শিশু বিক্রি নয়, হাসপাতাল কর্তিপক্ষের অবহেলায় ঘটল এক হৃদয় বিদারক প্রাণহানির ঘটনা।

স্বাস্থ্য পরিষেবার নামে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠা এসব বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিষোদগার প্রকাশ করলেন সদ্য স্ত্রীহারা কুমারজিত দেব।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মানুষ ভাল চিকিৎসার জন্য এসব বেসরকারি চিকিৎসা কেন্দ্রগুলোতে গেলেও আসলে তারা লুঠের বানিজ্য চালিয়ে যাচ্ছে।

ভাল চিকিৎসা পরিষেবা দেওয়ার নামে সাধারণ মানুষের পকেট কেটে মোটা টাকা নিচ্ছে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠা এসব বেসরকারি নার্সিং হোমগুলো।

রোগীদের তারা বাজারের পন্য হিসাবে ব্যবহার করছে।

এমনসব ঘটনা সচরাচর প্রকাশ্যে আসলেও বেসরকারি এই নার্সিংহোম গুলোর বিরুদ্ধে জেলা প্রশাসনের যেমন কোন হেলদুল নেই, একইভাবে আজ পর্যন্ত সংঘবদ্ধ কোন আন্দোলনও গড়ে উঠেনি শিলচরে।

 তবে যে যখন এসব ঘটনার শিকার হন তাকেই প্রতিবাদে সোচ্চার হতে দেখা যায়।

আজ কুমারজিৎ দেবও নিজের স্ত্রিকে হারয়ে সিটি মেটারনিটি হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর প্রশ্ন তুলে প্রতিবাদে সোচ্চার হয়েছেন।   

তিনি জানান, গত ১ মে তার স্ত্রী সুস্মিতা রায়কে প্রসব যন্ত্রণার জন্য সিটি মেটানিটি হাসপাতালে ভর্তি করা হয়, এবং রাতে একটি পুত্র সন্তান প্রসব হয়।

কিন্তু ২ মে দুপুর থেকে হঠাৎ তার স্ত্রীর শারীরিক অবনতি দেখা দেয়।

ওই দিন রাতে ডাঃ অরুন দেবনাথের নির্দেশে তার স্ত্রী সুস্মিতাকে মেহেরপুরের গ্ৰীণ হিলর্স নার্সিং হোমে নিয়ে ভর্তি করা হয়।

২৪ মে পর্যন্ত আইসিইউতে রেখে চিকিৎসা চলে।

 কিন্তু গভীর রাতে নাসিংহোম কর্তৃপক্ষ স্ত্রী সুস্মিতার মৃত্যু হয়েছে বলে তাকে জানান।

এরপরই সুস্মিতার বাবার বাড়ির লোকজন সহ স্বামী কুমারজিৎ সিটি মেটারনিটি হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ অরুন দেবনাথের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উত্থাপন করেন।

ডাঃ অরুন কুমার দেবনাথ শিলচর সতিন্দ্রমোহন দেব সিভিল হাসপালের একজন চিকিৎসক।

এরজন্য তিনি প্রতিমাসে সরকার থেকে লম্বা বেতন পান।

কিন্তু তিনি দীর্ঘ বছর ধরে রাঙ্গিরখাড়ীর এই মেটারনিটি বেসরকারি চিকিৎসা কেন্দ্র পরিচালনা সহ একাধিক চিকিৎসা কেন্দ্রে ডিউটি করে যাচ্ছেন।

এছাড়া, এসব বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শিশু বানিজ্যের মত গুরত্বর অভিযোগও রয়েছে। এরপরও প্রশাসন এবং সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না এনিয়ে জনমনে নানান প্রশ্নের জন্ম দিয়েছে।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token