গণআওয়াজ প্রতিনিধি : কাটাখাল নদী ভাঙ্গন প্রতিরোধে বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকাকে ধারাবাহিক স্মারকপত্র দিয়ে কাজ হয়নি।
সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন শালচাপরার পুষ্পা নাথ, জয় সিনহা, শংকর শীল, শাহাব উদ্দিন চৌধুরী, রাজিব নাথ, আলতাফ হোসেন চৌধুরী সহ অন্যান্যরা।
তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রবল বর্ষণে কাটাখাল নদীর বাঁধ ভাঙ্গনের ফলে শালচাপরা প্লাবিত হয়, এতে মানুষকে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে।
বিভাগীয় মন্ত্রী পীযূষ সেই সময় বন্যায় ক্ষয়ক্ষতি পরিদর্শন করতে বরাক সফরে আসেন, তাঁর শালচাপরার ৩৭ নং জাতীয় সড়ক হয়ে হাইলাকান্দি যাওয়ার কথা ছিল।
কিন্তু শালচাপরায় জল থাকায় তাকে শেষ পর্যন্ত অন্য পথে হাইলাকান্দি যেতে হয়েছে।
তাই তাদের দাবী শীঘ্রই কাটাখাল নদী ভাঙ্গন প্রতিরোধ করা হোউক, অন্যতায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলার হুশিয়ারি দেওয়া হয়।