ভুয়া নাম্বার প্লেট ব্যবহার করে চলছে বার্মিজ সুপারি পাচার! কি করছে পরিবহণ বিভাগই?

Spread the love

সিন্ডিকেটের লাগাম টানতে পুরোপুরি ব্যর্থ পুলিশ!!  

কাটিগড়া, ২৩ ফেব্রুয়ারি : সাম্প্রতিক সময়ে কাছাড় পুলিশ বেশ কিছু বার্মিজ সুপারি জব্দ করেছে। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, জব্দ করা অবৈধ সুপারির পরিমান ২৫ হাজার কিলো।

আটক করা হয়েছে বার্মিজ সুপারি বহনকারী গাড়ি ও তার চালক-সহ চালকদের।  

কিন্তু বার্মিজ সুপারির ট্রাক আটক করা হলেও সিন্ডিকেটের লাগাম টানতে পুরোপুরি ব্যর্থ পুলিশ।

আটক করা অবৈধ বার্মিজ সুপারির ট্রাকগুলোর চালক-সহচালকদের জিজ্ঞাসাবাদ করেও পুলিশ এই অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত মূল পাণ্ডাদের আটক করতে পারেনি।

পুলিশের এই ধরপাকড় কিছুটা ঢিল ছুঁড়ার মতই মনে করছে সচেতন মহল। এদিকে গুমড়া চেক গেটে আরো তিনটি বার্মিজ সুপারি ভর্তি ট্রাক আটক করেছে পুলিশ।

AS -02Q 2196, AS-11DC 7726 ও AS-01EC 1481 নম্বরের এই তিনটি ট্রাক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

এই তিনটি গাড়ির মধ্যে দুটি গাড়ির নাম্বার প্লেট ভুয়া বলে জানা গেছে। ভুঁয়া নাম্বার প্লেট লাগানো দু’টি গাড়ির মধ্যে ১২ চাকার ট্রাক ও ড্রাম্পার রয়েছে।

এখানে প্রশ্ন উঠছে কিভাবে ভুয়া নাম্বার প্লেট লাগিয়ে গাড়ি দু’টি চলাচল করছে? পরিবহণ বিভাগই বা কি করছে?

অন্যদিকে দিন কয়েক আগে পুলিশের সঙ্গে সুসম্পর্ক থাকার কথা বলে অবৈধ বার্মিজ সুপারির গাড়ি গেইট পার করে দেওয়ার নামে সুপারি মাফিয়াদের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায়  দুই প্রতারককে আটক করে গোমড়া পুলিশ।

ধৃত ওই দুই প্রতারক কাটিগড়া সপ্তম খন্ডের বাসিন্দা নিজাম উদ্দিন ও কাটিগড়া শিবনগর তাল কর গ্রান্টের বাসিন্দা সাজান উদ্দিন।

 ধৃত দুই প্রতারককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের নির্দেশে পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালায়।

পরে কাছাড়ের পুলিশ সুপারের নির্দেশ মতো পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য তাদের শিলচর নিয়ে আসা হয়। এব্যাপারে কাছাড়ের পুলিশ সুপার সাংবাদিকদের জানান সম্প্রতি ২৫ হাজার কিলো বার্মিজ সুপারি জব্দ করা হয়েছে।

কিন্তু প্রশ্ন উঠছে, অবৈধ বার্মিজ সুপারির মাফিয়াদের সাথে পুলিশের সুসম্পর্ক না থাকলে বার্মার এই সুপারির গাড়ি গুমড়া পর্যন্ত পৌঁছল কি করে?

এছাড়া পুলিশ যদিও গাড়ির চালক ও যারা গাড়ি পার করে দেওয়ার জন্য মাফিয়াদের কাছ থেকে টাকা হাতিয়েছিল তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হলেও মাফিয়াদেরকে কি গ্রেফতার করতে সক্ষম হয়েছে?

তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ কি সুপারি মাফিয়াদের গ্রেফতারের দিকে এগুচ্ছে? না! পুলিশ এদের উপরে দুষ চাপিয়ে মাফিয়েদের আড়াল করবে?

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token