অবৈধ পাচারকারীদের লাগাম টানতে ব্যর্থ কাছাড় পুলিশ, প্রতিদিনই আসছে নেশা সামগ্রী

Spread the love

প্রীতম কুমার নাথ, ধলাই : মায়ান্মার থেকে মিজোরাম হয়ে প্রায় প্রতিদিন কাছাড় জেলায় আসছে হেরোইন, ট্যাবলেট এবং সিগারেট সহ বিভিন্ন নেশা সামগ্রী।

পুলিশও প্রায় এসব সামগ্রী জব্দ করছে, কিন্তু পুরোপুরি লাগাম টানতে পারছে না।

গতকাল শিলচর শহরের প্রানকেন্দ্র জানিগঞ্জে একটি বিলাসী বাহন থেকে এক হাজার বোতল নেশাজাতিয় কফসিরাপ জব্দ করার হয়।

আজ আবার আসাম মিজোরাম সীমান্তবর্তী লায়লাপুরে বিপুল পরিমাণের বিদেশী সিগারেট ধরা পড়েছে।

UP78DN3901 নম্বরের লরিতে তালাসি চালালে বেরিয়ে আসে পঞ্চাশ কার্টুন বিদেশী সিগারেট। পুলিশ এই ঘটনার সাথে জড়িত দু’জনকে গ্রেপ্তার করেছে।

ধৃতরা হলো উত্তরপ্রদেশের বেরেলী জেলার ভৌজিপুরা থানার খিতাউসা গ্রামের বাসিন্দা সাকির খান ও রাহুল কুমার ।

তাদের বিরুদ্ধে অবৈধভাবে বিদেশী নেশা সামগ্রী সরবরাহ আইনের ধারায় মামলা নতিভুক্ত করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। কিন্তু এরপরও কোনভাবেই বন্ধ করা যাচ্ছে না এই অবৈধ পাচার বানিজ্য।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token