মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : লিডু ভেলী লায়ন্স ক্লাবও গাছের চারা রোপণ করে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে।
এদিন গাছের চারা লাগানোর আগে ডিগবৈ-এর সমাজ কৰ্মী গোপাল দাস বলেন, গাছ থাকলে মানুষ থাকবে, প্ৰকৃতি রক্ষা করা ছাড়া মানুষ বাচতে পারেনা। লিডু ভেলী লায়ন্স ক্লাবও গাছের চারা রোপণ করে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে।
পরে লায়ন্স ক্লাবের সদস্যরা চারপাশে গাছার চারা রোপণ করেন।
বিশ্ব পরিবেশ দিবসের এই অনুষ্ঠান মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লেখাপানী আঞ্চলিক বন আধিকারিক পরিস্মিতা নেওগ, মাৰ্ঘেরিটা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ গুয়ানবাদা ভিক্ষু প্রমুখ।
লিডু ভ্যালি লায়ন্স ক্লাব প্রতিবছর দশ হাজার গাছের চারা রোপণের সিদ্ধান্ত নিয়েছে।