নিউজ ডেক্স, গণআওয়াজ : পুলিশ ব্যারিকেডের ভিতর থেকে চুরি হল বিপুল পরিমাণ জব্দ বার্মিজ সুপারি চুরি! হা এটাই সত্য।
এই ঘটনাটি ঘটেছে দিঘরখালের পুরনো এমভিআই গেটের পাশের পুলিশের গুদামে।
চারিদিকে রয়েছে ব্যাটেলিয়ান কোয়াটার, এছাড়া শুক্লবৈদ্য পদবীর একজন মেজর সহ চারজন সুরক্ষা কর্মী রাতে পাহারায় থাকার পরও চুরি হল বিপুল পরিমাণের বার্মিজ সুপারি।
শুক্রবার রাতে গুদামের তালা ভেঙ্গে জব্দ বার্মিজ সুপারি নিয়ে যায় চোরের দল। এদিকে পুলিশ এই ঘটনাকে ধামাচাপা দিতে পুলিশ উঠে পড়ে লেগেছে।

বৈষ্ণব পদবীর তিনজনকে আটক করে দুদিন লকআপে রাখার পর গুমড়া ফাঁড়ির ইনচার্জ জানিয়েছে তাদেরকে জিজ্ঞাসাদ চালিয়ে কোন ‘ক্লু’ পাওয়া যায়নি, তাই তাদের ছেড়ে দেওয়া হবে।
এদিকে সাংবাদিকদের গুদামে যেতে নিষেধ করা হচ্ছে। এমনকি গুমড়া ফাঁড়ির ইনচার্জ এবং কালাইন থানার অসি সামনেও আসেননি।
পুরো ঘটনাটি ধুয়াশার মধ্যে, পুলিশের ভয়ে সামনে আসতে স্থানীয় অনেকেই জানিয়েছে এই পুরো ঘটনাটির সঙ্গে পুলিশ জড়িত।
এর আগেও পুলিশ সহযোগে এরকম অনেক ঘটনা ঘটেছে, কিন্তু পরে ধামাচাপা দেওয়া হয়েছে।
তাই গুদামের এই চুরি কাণ্ডের উচ্চপর্যায়ের তদন্ত হলে কাছাড় পুলিশের রাঘব বোয়ালরাও জালে পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে সরকার কি দীঘরখালের পুরনো এমভিআই গেটের পাশের পুলিশের গুদামের এই চুরির উচ্চপর্যায়ের তদন্ত করাবে?