শম্ভু দাস, ধেমাজি : হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকারকে ব্রহ্মপুত্র নদীতে বিসর্জন দেওয়ার হুংকার দিল বাঙালি যুব ফেডারেশন।
হা, ঠিকই শোনেছেন।
শিলাপাথর চেঙ্গাজানে দুদিনব্যাপী অধিবেশনের প্রকাশ্য সভায় এই হুংকার দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি দ্বিপক দে।
কিন্তু কেন ফেডারেশনের এই হুংকার? কি বললেন দীপক?
বিজেপি ক্ষমতা দখলের জন্য রাজ্যে বসবাসরত ভারতীয় হিন্দু বাঙালিদের সুরক্ষা এবং সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করে নেয়।
কিন্তু ক্ষমতায় আসার পর হিন্দু বাঙালিদের ডি ভোটারের তকমা এবং বিদেশী আখ্যায়িত করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়।
বাঙালি যুব ফেডারেশন সরকারের এসব মানসিকতার দীর্ঘ বছর ধরে প্রতীবাদ করে আসছে, কিন্তু আসামের বিজেপি সরকার কোন গুরত্ব দেয়নি।
তাই সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে হিন্দু বাঙালিদের উপর চলে আসা নির্যাতন বন্ধ করার জন্য ছয় মাসের সময় বেঁধে দিয়ে এই হুংকার দেওয়া হয়।
অন্যতায় বরাক-ব্রহ্মপুত্র উপত্যকার হিন্দু বাঙালিদের নিয়ে যুব ফেডারেশন আসামের হিমন্ত নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে বৃহত্বর আন্দোলন গড়ে তুলাবে।
এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ব্ৰহ্মপুত্ৰ নদীতে এই সরকারকে বিসর্জন দেওয়া হবে বলেন ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি দীপক দে। এখন লক্ষ্যনিয় হবে, হিন্দু বাঙালির সমস্যা সমাধানে মুখ্যমন্ত্ৰী কি ভুমিকা গ্রহণ করেন।