অনিমেষ চক্রবর্তী, বড়খলা : নালা-খালের জমাট জল রাস্তায়, হাটে-বাজারে এবং মানুষের ঘরের আশপাশে থৈ থৈ করছে।
বিশেষ করে জমাট জলে চরম বিপাকে পড়েছেন বড়খলা প্রথম খণ্ডের মানুষ।
মঙ্গঁলবার সকালে নিজেদের চরম দুর্দশার কথা বলেন পামু চন্দ, নিলমাধব চক্রবর্তী, মুন্না সাউ সহ অন্যান্যরা।
তাদের অভিযোগ, আসাম মালার সড়ক সংস্কারের কাজে ঠিকাদারের অবহেলার জন্যই এই দুর্দশা ভোগ করতে হচ্ছে মানুষকে।
তারা আরও অভিযোগ করে বলেন, আসাম মালার কাজে ঠিকাদারের অবহেলায় বড়খলার মানুষ দীর্ঘ দিন ধরে বিশুদ্ধ পানিয় জল থেকেও বঞ্চিত।
রমজান মাসে বিশুদ্ধ পানিয় জলের জন্য ইসলাম ধর্মীয়রা নাজেহাল হয়ে পড়েছেন।
এদিকে মঙ্গঁলবার সকালে বড়খলার ব্যস্ততম সড়কে পাথর বোঝাই ট্রিপার গাড়ি ফেঁসে যাওয়ায় প্রায় দুঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। যার ফালে যাত্রীরা সহ স্কুল কলেজের ছাত্রছাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।