শম্ভু দাস, ধেমাজি : শিলাপাথরে চার লেন সড়ক নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠল বহিরাগত নির্মাণ সংস্থা কালওয়ালা কোম্পানির বিরুদ্ধে।
এই অভিযোগ এনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার হস্তক্ষেপ দাবী করেছে সদৌ ধেমাজি জেলা চুতিয়া ছাত্র সংস্থা।
ছাত্র সংস্থা প্রতিবাদে অবস্থান ধর্মঘটও পালন করেছে।
উল্লেখ্য যে, চিলাপথারের কুলাজান তিনালি থেকে জোনাই পর্যন্ত জাতীয় সড়ক ৫১৫-এর চার লেন রাস্তা সম্প্রসারণের বরাত পেয়েছে বহিরাগত এই নির্মাণ সংস্থা কালওয়ালা কোম্পানি।
রাস্তার বিভিন্ন জায়গায় নর্দমার উপরে এবং নিম্নমানের কাজের অভিযোগ এনে জেলা প্রশাসনকে স্মারকলিপি দেওয়ার পরও কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ এনেছে সংগঠনটি।
বিক্ষোভকারীরা বহিরাগত কোম্পানির স্বেচ্ছাচারিতা চলবেনা, চার লেন সড়ক সম্প্রসারণের নামে দুর্নীতি বন্ধ কর, কালওয়ালা কোম্পানিকে তাড়িয়ে দাও ইত্যাদি স্লোগানে উত্তাল করে তুলেন।
দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার মুখ্যমন্ত্রীর দিকে বুড়ো আঙুল দেখিয়ে কাজ চালিয়ে যাওয়া নির্মাণ সংস্থার বিরুদ্ধে কী ব্যবস্থা নেযওয়া হয় এখন তা দেখার বিষয়।