কাটিগড়ায় ধরা পড়ল ট্রাক ভর্তি বার্মিজ গরু, আটক করা হয় চালককে।
বিএসএফ জওয়ানরা বদরপুর-কাটিগড়া সংযোগী সেতুর উপরে ওৎপেতে পাচারের পথে একটি ট্রাক থেকে উদ্ধার করে এই গরুগুলো।
জব্দ করা হয় গরু পাচারে ব্যবহিত ট্রাকটিও। আটক ট্রাক চালকের নাম আব্দুল কায়ূম মাঝারভূইয়া।
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ছয় নম্বর জাতীয় সড়কের এই সংযোগী সেতুর উপর ওৎপেতে বসে বিএসএফ-এর জি ব্রাঞ্চের জওয়ানরা।
ভোরের দিকে হাইলাকান্দির দিক থেকে আসা NL02Q8128 নাম্বারের বারো চাকার একটি ট্রাকে তল্লাশি চালিয়ে আটারোটি বার্মিজ গরু উদ্ধার করা হয়।
ট্রাক চালকের বয়ান অনুসারে গরুগুলো হাইলাকান্দি জেলার লালা এলাকার জৈনক সেলিম উদ্দিন অরফে সাদ্দামের কাছ থেকে নিয়ে আসে।
গন্তব্য ছিল পূর্ব কাটিগড়ার শান্তিপূর এলাকার হোসেন আহমেদ নামের এক ব্যক্তির বাড়ি।
ট্রাক চালক আব্দুল কায়ূমও পূর্ব কাটিগড়া দুধপুরের বাসিন্দা।
বিএসএফ গরু ভর্তি ট্রাক আটক করার পর কাটিগড়া পুলিশে খবর পাঠায়, ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। বার্মিজ গরু বোঝাই ট্রাক সহ চালককে আটক করে পুলিশকে সমঝে দেয় বিএসএফ। বর্তমানে গরুগুলো কাটিগড়া পুলিশের হেফাজতে রয়েছে।