বন্যা ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তায় ফিফটি ফিফটি ফর্মুলা দুই শিক্ষককের! ক্ষোভ কাটিগড়ায়

Spread the love

কাটিগড়া থেকে রূপক নাথ, ৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার :  বন্যা ক্ষতিগ্রস্ত কাটিগড়া সরসপুরের জনসাধারনের অর্থ সাহায্যে ব্যাপক দুর্নীতিতে জড়ালেন দুই শিক্ষক।  

‘ক্যারিটাস অফ ইন্ডিয়া, নামক একটি বেসরকারি সংগঠন সরসপুর এলাকার বন্যা ক্ষতিগ্রস্তদেরকে ১০ হাজার টাকা করে অর্থ সাহায্যে উদ্যোগ নেয়।

সংগঠনটি এরজন্য দুইজন শিক্ষককে গুরুদায়িত্ব দিয়ে একটি কমিটিও গঠন করে। কিন্তু অভিযোগ উঠছে ওই দুই শিক্ষক সহ অপর আরও দুই ব্যাক্তি মিলে ফিফটি ফিফটি ফর্মুলা ব্যাবহার করছেন।

কোন হিতাধিকারি তাদের এই ফর্মুলায় রাজি না হলে হিতাধিকারির তালিকা থেকে নাম কর্তন করে নিজেদের আত্মীয় স্বজন এবং স্বচ্ছল ব্যাক্তিদেরকে আর্থিক সুবিধা পাইয়ে দিচ্ছেন।

ওই দুই মহান শিক্ষক হলেন বলরাম বৈষ্ণব ও বিকাশ দাস। তাদের সঙ্গে রয়েছেন আরও দুইজন কেশব দেব এবং অনিমেষ চান্দা।

স্থানিয় জনসাধারণের অভিযোগ, হিতাধিকারিদের একাউন্টে টাকা ডুকলে ওই দুই শিক্ষক এবং তাদের সাগরেদরা এসে পাঁচ হাজার টাকা করে দাবি করছেন।  

কেহ দিতে না চাইলে জোর জবর্দস্তি করা হয়।

স্থানীয় জনসাধারন ‘ক্যারিটাস অফ ইন্ডিয়া, কর্তৃপক্ষের কাছে দুর্নীতি গ্রস্থ ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন স্থানীয় জনসাধারন।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token