আব্দুর রহমান, গণআওয়াজ নিলামবাজার : কাঁঠালতলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ষোলটি গরু ভষ্মিভূত এবং দুটি গরু গুরত্বর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে পাথারকান্দি বিধানসভার বাজারিছড়া থানার বাঘন জিপির পাঁচ নং ওয়ার্ড ইন্দুরআইল বস্তিতে।
এর আগে ২০১৫ সালে একই কায়দায় একই বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড প্রায় কুড়িটি গরুর মর্মান্তিক মৃত্যু হয়।
জানাগেছে বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় রামাধার কৈরীর গোয়াল ঘরে হঠাৎ অগ্নিকান্ড ঘটে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা টিনের ছাউনির গোয়াল ঘর গ্রাস করে নেয়।
ঘরে বাঁধা থাকা বিভিন্ন বয়সের ষোলটি গরু আগুনের করাল গ্রাসে পুড়ে ছাই হয়ে যায়। রামাধারের দুই ছেলে সুজিত এবং সুরজ দুটি গরুকে অর্ধমৃত অবস্থায় উদ্ধার করেন, এতে গুরতর আহত হন সুজিত।
এই ঘটনার খবর পেয়ে কাঁঠালতলি পুলিশ আজ সকালে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। স্থানীয় একাংশ জনগণের আশংকা বিদ্যুতের শর্টসার্কিটে এই বিধ্বংসী অগ্নিকান্ড।
কিন্তু অন্যান্যদের ধারনা এটা কোন দুষ্টচক্রের প্রতিহিংসামুলক কাজ, পেট্রল ছিটিয়ে এমন কান্ড সংগঠিত করে পুরো পরিবারকে নিশ্বেষ করার মতলব করেছিল।
ভাগ্যিস এতে কোন মানুষের প্রানহানি হয়নি।
কৃষি নির্ভর এই পরিবারের প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির ধারনা করা হচ্ছে। স্থানীয় জনসাধারণ এই ঘটনার উপযুক্ত তদন্ত দাবী করছেন।