সুপ্রিয় পাল, দুল্লভছড়া : হর ঘর নল প্রকল্পের অধিনে ঘরে ঘরে বিশুদ্ধ পানিয় জল পৌঁছে দিতে জল জীবন মিশনে কোটি কোটি টাকা ব্যয়ে প্রকল্প তৈরি করা হলেও প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত জনগণ।
এই গুরত্বর অভিযোগ ওঠছে রাতাবাড়ী বিধান সভার দুল্লভছড়া দরগারবন্দ গ্রামের মানুষের।
জনগণ বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে কি না তাতে বিভাগীয় আধিকারিক অথবা রাতাবাড়ির একাংশের জননেতা হিসাবে আত্মপ্রকাশ করা বিধায়ক বিজয় মালাকারের কিছুই যায় আসেনা।
এব্যাপারে খুজখবর নেওয়ার প্রয়োজনটুকুও মনে করছেন না তারা কেউই।
তারা আরও অভিযোগ করেন, দরগারবন্দ প্রকল্প থেকে কোন দিনই পরিচ্ছন্ন জল পাচ্ছেননা তারা।
এছাড়া এই প্রকল্প থেকে দুই দিন -তিন দিন পর পর জল সরবরাহ করা হয়, তাও কোন নির্দিষ্ট সময় ছাড়াই।
এভাবে অপরিচ্ছন্ন জল পান করে নানান রোগে আক্রান্ত হওয়ার আতঙ্কে ভুগছেন এলাকার মানুষ। তাই তারা অবিলম্বে এব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন।