স্বপন পাল, দার্জিলিং শিলিগুড়ি : সিগন্যাল না পেয়ে দাড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পেছন থেকে ধাক্কা মারল মালগাড়ি।
এই ঘটনায় এক্সপ্রেস ট্রেনের দুটি কামরা লাইনচ্যুত হয়ে উল্টে যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে এই দূর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত ৫জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ মানুষ আহত হয়েছেন।
আহতদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
সোমবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে এনজেপি স্টেশন থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে রাঙ্গাপানি স্টেশন সংলগ্ন নীচবাড়ি এলাকায়।
সিগন্যাল না পেয়ে নীচবাড়ি ও চটেরহাটের মাঝে ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিল শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।
সেসময় পিছন দিক থেকে এসে একটি মাল ট্রেন ধাক্কা মারে, ঘটনায় এক্সপ্রেস ট্রেনের দুটি কামরা বেলাইন হয়ে যায়।
বিকট আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং তারা উদ্ধার কাজে হাত লাগান।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কিভাবে একই লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আরো একটি ট্রেন চলে আসলো তা স্পষ্ট নয়।
দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল ও পুলিশ উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে। অন্যদিকে এই দুর্ঘটনার ফলে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা অবরুদ্ধ হয়ে পড়েছে।