সুজিত ভদ্ৰ, হোজাই : আবার হোজাইতে কপিলির জলস্তর রুদ্রমূর্তি রূপ নিয়েছে। মাস খানেক আগে বন্যার কবলে পরেছিল হোজাই জেলার অনেক গ্রাম।
এবার দ্বিতীয়বারের মতো কপিলির জলস্তর ভয়াবহ রূপ ধারন করেছে।
জানাগেছে, উমরাংসোর খাং ডং গেট এবং কাৰ্বি লাংপি গেটগুলো খোলে দেওয়ায় কপিলির রুদ্র রোষে পরেছিল হোজাই জেলার অনেক গ্রাম।
এক মাস হতে না হতেই ফের টানা বৃষ্টির কারনে কপিলির জলস্তর বাড়তে শুরু করায় আতঙ্ক দেখা দিয়েছে বিভন্ন গ্রামে।
কপিলির জলস্তর বৃদ্ধি পাওয়ায় পুনরায় প্লাবিত হয়ে পড়েছে কোমরাকতা, টেপলাগুড়ি, কেন্দুগুড়ি সহ অনেক গ্রাম।