শম্ভু দাস, শিলাপাথর : দুদিনের বৰ্ণাঢ্য কাৰ্যসূচীর মধ্য দিয়ে সমাপ্ত হল শিলাপাথর ভৈরবপুর আঞ্চলিক বাঙালী যুব ছাত্ৰ ফেডারেশনের অধিবেশন।
পতাকা উত্তোলন এবং শহীদ তৰ্পণ করে শুরু হওয়া অধিবেশনে অন্যান্য কার্যসুচি ছাড়াও অনুষ্ঠিত হয় প্রকাশ্য সভা।
সভায় হিন্দু বাঙালীদের জলন্ত-সমস্যা ‘ডি’ ভোটার, বিদেশী সমস্যা, ডিটেনশন ক্যাম্প, ভুমির পাট্টা প্ৰদান সহ আধার কাৰ্ডের সমস্যা ছয় মাসের মধ্যে সমাধানের দাবী জানানো হয়।
এই সমস্যার সমাধান না হলে গণতান্ত্ৰিকভাবে তীব্ৰ আন্দোলন গড়ে তোলার হুমকি দেন ফেডারেশনের রাজ্যিক সাধারণ সম্পাদক অজিতে দেবনাথ।
একই সঙ্গে ২০২৬-এর বিধানসভা নিৰ্বাচনে বিকল্প চিন্তা-ভাবনা করা হবে বলেও জানান তিনি। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কণ্ঠশিল্পী মুকুট মরান এবং পিহু দে-র সঙ্গিতের বহর দর্শকদের মুগ্ধ করে।