মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : পুলিশের পোশাকের অপব্যবহার করে গরুর গাড়ী থেকেও টাকা আদায় করছে ডিগবৈ পুলিশ।
এরকম এক চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে, রাইজর দল ডিগবৈ পুলিশের এহেন ভুমিকার কঠোর সমালোচনা করেছে।
উল্লেখ্য যে, ডিগবৈ থানার চুকাফা চেতিয়া নামের এক পুলিশ কর্মী ৩৮ নং জাতীয় সড়কের ১নং বড়বিল এলাকায় একটি গরুর গাড়ী দাড় করিয়ে বলপূর্বক চারশ টাকা আদায় করেন।
টাকা আদায়ের পুরো দৃশ্য আশেপাশে থাকা লোকেরা প্রত্যক্ষ করার সময় জনগোষ্ঠী সংগঠনের কয়েকজন নেতৃত্বও সেখানে উপস্থিত হন।
তারা এই পুলিশ কর্মীকে কেন এবং কার অনুমতিতে গরুর গাড়ী থেকে এই অবৈধ অর্থ আদায় করছেন জানতে বিতর্ক দেখা দেয়।
এক সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অবগত করা হয় ডিগবৈ থানাকে। পরে একটি দল এসে অভিযুক্ত পুলিশ কর্মী চুকাফা চেতিয়াকে থানায় নিয়ে যায়।
ডিগবৈ থানার পক্ষ থেকে দল-সংগঠন এবং জনতার কাছে ক্ষমা চাইলেও ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনকি মামলা হয়নি।
অভিযুক্ত পুলিশ কর্মী তার পোশাক থেকে নেম প্লেট খুলে গরুর গাড়ি থেকে টাকা সংগ্রহ করছিল।
ডিগবৈ-এর সচেতন মানুষ এই ঘটনাকে সহজভাবে মেনে নিতে পারছেন না। কারন, এর আগেও চুকাফা চেতিয়ার বিরুদ্ধে পুলিশের পোশাকের অপব্যবহার করে অর্থ আদায় এবং জনগণের সঙ্গে বিতর্কে জড়ানোর অভিযোগ রয়েছে।