শালচাপড়া প্রতিনিধির, গণআওয়াজ : শালচাপড়া বেরাবাকের সদভাব মন্ডপ স্থানান্তরিত করে মাছিমপুর কুমার পাড়া নির্মাণ করে জনগণের সাথে বিশ্বাস ঘাতকতা করা হয়েছে।
এই অভিযোগ শালচাপড়ার স্টার-লিঙ্গ এন.জিও এবং স্থানীয় ক্ষুব্ধ জনগণের।
সাংবাদিক সম্মেলন করে তারা জানান, এমএসডিপি প্রকল্পে শালচাপড়া জিপির বেরাবাকে সদভাব মন্ডপ নির্মাণে ২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।
কিন্তু কারসাজি করে শালচাপরা জিপির জনগণকে অন্ধকারে রেখে তেরো থেকে চৌদ্দ কিলোমিটার দূরে মাছিমপুর কুমার পাড়ায় নির্মাণ করা হয়েছে।
তারচেয়ে বড় কথা হচ্ছে, এরকম প্রকল্প ভবিষ্যতে চাইলেও শালচাপড়া মঞ্জুর নাও হতে পারে।
কারন, সরকারী রেকর্ডে এই প্রকল্প শালচাপড়ার। কিন্তু বাস্তবে মাছিমপুর কুমার পাড়ায় নির্মাণ করা হয়েছে।
স্টার-লিঙ্গ এন.জিও এবং স্থানীয় জনগণ একত্রিত হয়ে শালচাপড়া খণ্ড উন্নয়ন সহ জেলা আয়ুক্তকে লিখিতভাবে অসন্তুষ্টি প্রকাশ করে তদন্ত দাবী করেছেন।
তারা উল্লেখ করেছেন শালচাপড়া জিপিতে এরকম প্রকল্প নির্মাণের জন্য বৃহৎ পরিমাণে জমি রয়েছে।
তাই শালচাপড়া যাতে এরকম প্রকল্প নির্মাণ করা হয়, অন্যতায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলার হুমকি দেওয়া হয়। উপস্থিত ছিলেন জিপির প্রাক্তন সভাপতি মিনহাজ উদ্দিন বড়ভূঁইয়া, শ্যামল দাস, ইমরান হোসেন লস্কর, বাবলু দাস, শাহজাহান আহমেদ লস্কর, আনোয়ার হোসেন লস্কর সহ অন্যান্যরা।