নিউজ ডেক্স, গণআওয়াজ : শিলচর শহরের বেহাল রাস্তার প্রতিবাদে আজ ক্যাপিটেল পয়েন্টে অবরোধ করে প্রতীবাদ জানালেন ই-রিক্সা চালকরা।
এতে শহরে এক উত্তেজনাকর যানজটের সৃষ্টি হয়। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। উল্লেখ্য যে, গতদুর্গা পূজার আগে শিলচরের বিভিন্ন রাস্তার উন্নয়নে প্রায় ‘শ’ কোটি টাকা বরাদ্দ হয়।
শিলচরের বিধায়ক দ্বিপায়ন চক্রবর্তী রাত জেগে কাজের তদারকি করেন। কিন্তু কাজ হয় খুবই নিম্নমানের। সেই সময় অনেকেই বিধায়ক দ্বিপায়নের রাত জেগে কাজের তদারকির পেছনে তাঁর কালো হাত দেখতে পেয়ে প্রতিবাদও করেছিলেন।
তবে তাঁর অন্ধ ভক্তরা অপবাদ বলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু কয়েক মাস যেতে না যেতে সড়কের উপর তৈরি হয় বড় বড় গর্তের মিছিল।

বর্তমানে শিলচর শহরের রাস্তাগুলোর এতই বেহাল অবস্থা হয়েছে, প্রায় প্রতিদিনই দুর্ঘটনা লেগেই আছে। বিশেষ করে শহরের হাজার হাজার ই-রিক্সা চলাচল করতে গেলেই রাস্তার উপরে উল্টে যাচ্ছে।
এই অবস্থায়, চরম বিপাকে পড়েছেন ই-রিক্সা চালকের পরিবারের লোকেরা। একইভাবে সমস্যায় পড়তে হচ্ছে গ্রাম-গঞ্জ থেকে শহরে আসা যাত্রীদের।
আজ ই-রিক্সা চালকদের ধর্যের বাঁধ ভাঙ্গে, তারা শিলচর শহরের ব্যস্ততম এলাকা ক্যাপিটেল পয়েন্টে সড়ক অবরোধ করে প্রতীবাদ সাব্যস্ত করেন।
তাদের এই অবরোধকে সমর্থন জানান শিলচর শহরের সর্বস্তরের জনগণ। অনেকে আরও ভয়াবহ আন্দোলন গড়ে তুলার কথা বলতে শোনা যায়।
আশ্চর্যের বিষয় হল, নির্বাচনের আগে উন্নয়নের দুহাই দিয়ে জনগণের ভোটে সাংসদ-বিধায়ক এমনকি মন্ত্রী হয়ে প্রতিশ্রুতি ভুলে তারা শুধু নিজেদের উন্নয়নকেই প্রাধান্য দেয়।