ধর্মনগর প্রতিনিধি : ধর্মনগরের শিববাড়ির পূর্ণশ্রী নৃত্যাঙ্গনের সাফল্যে ধর্মনগরবাসী তথা সংস্কৃতি জগতে ব্যাপক সাড়া ফেলেছে।
এই নৃত্যাঙ্গনের শিল্পীরা ইতিমধ্যই আটটি সি সি আর টি এবং স্কলারশিপ-এ ভূষিত হয়েছে।
মাত্র কয়েকদিন আগে সমৃদ্ধি আচার্যী সিসিআরটি-এর তৃতীয় স্থান অধিকার করে জাতীয় স্তরের বৃত্তি লাভ করেছে।
তাছাড়া নীলর্মী দাস জাতীয় স্তরে ক্লাসিকাল ভয়েস অফ ইন্ডিয়া প্রতিযোগিতায় স্বর্ণপদক সহ নগদ ২০ হাজার টাকায় পুরস্কৃত হয় এবং সর্বভারতীয় স্তরে ভয়েস অফ ইন্ডিয়াতে স্বর্ণপদক লাভ করে।
অপর প্রতিযোগী পরিমল মালাকার সপ্তম বর্ষের পরীক্ষায় সারা ভারতবর্ষের মধ্যে স্বর্ণপদক লাভ করে গৌরবান্বিত করেছে ধর্মনগরকে।
রুমা দে সর্বভারতীয় বঙ্গীয় সাহিত্যে বিশেষ পারদর্শিতা দেখিয়ে তৃতীয় স্থান এবং নিপা-বিথীকা দাস ক্লাসিক্যাল ভয়েস অফ ইন্ডিয়াতে স্টেট লেভেলে প্রথম স্থান অধিকার করেছে।
এই সংস্থার কর্ণধার পূর্ণশ্রী ঘোষ জানিয়েছেন তিনি কলকাতার বিশ্বভারতী থেকে নৃত্যে পারদর্শী হয়ে এ স্কুলের মাধ্যমে একের পর এক ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখিয়ে চলেছেন।