ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ : শুক্রবার কাছাড় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২কোটি ৫০ লক্ষ টাকার হেরোইন জব্দ করেছে পুলিশ, একই সাথে ৫ পাচারকারীকে আটক করা হয়েছে।
কাছাড়ের পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, এদিন সকালে দিগরখাল টোল গেট ও গুমরা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে।
তাদের কাছ থেকে ১৫০টি সাবান বাস্কে ১,৮৮১ কিলোগ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হল মনিপুরের বাসিন্দা রাম মুয়াং ও মঙ্গলালেম এবং বিহারের বাসিন্দা আরবিল কুমার। নেশা সামগ্রীগুলো মনিপুরের চুরাচাঁদপুর থেকে নিয়ে আসা হয়েছে।
উদ্ধার করা হেরোইনের বাজার মূল্য প্রায় ৯’৫০ কোটি টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় কাছাড়ের কাটিগড়া ও হিলারায় ড্রাগস পাচারকারীদের পাকড়াও করতে গিয়ে পুলিশকে শূন্যে দুই রাউণ্ড গুলি চালাতে হয়েছে।
পুলিশি অভিযানের খবর জানতে পেরে ড্রাগস পাচারকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করায় পুলিশকে বাধ্য হয়ে দুটি ব্লেঙ্ক ফায়ারিং করতে হয়েছে।
পরে শাচাপড়া এলাকায় এসে ৫০টি সাবানের বাস্ক থেকে ৫৬১ গ্রাম হেরোইন উদ্ধার করার হয় এবং আফজল হুসেন ও আখতার হুসেন নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
এছাড়াও হেরোইন সরবরাহে ব্যবহৃত একটি অল্টো গাড়িও আটক করে পুলিশ। শাচাপড়ায় উদ্ধার করা হেরোইনের বাজার মূল্য ৩ কোটি টাকা হবে জানাগেছে।
এগুলো প্রতিবেশী রাজ্য মিজোরামের ভাইরেন্টি থেকে আনা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। দু’দিনের অভিযানে আটক পাঁচ সরবরাহকারীকে হেফাজতে রেখে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।