বাঁধের কাজের তদন্ত দাবী বিধায়ক নিজামের
মোস্তফা আহমদ মজুমদার : তসলা ও আঙ্কাই-লঙ্কাই ভাঙ্গন পরিদর্শন করে ঠিকাদারের বিরুদ্ধে তদন্তের দাবি জানালেন আলগাপুরের বিধায়ক বিধায়ক নিজাম উদ্দিন।
বৃহত্তর পূর্ব হাইলাকান্দির বন্যা সমস্যার একমাত্র কারণ হচ্ছে কাটাখাল নদীর তসলা ও আঙ্কাই-লঙ্কাই এই দুটি ভাঙ্গন।
নদীর জল বিপদসীমা অতিক্রম করার আগেই বিশাল আকারের দুটি ভাঙ্গন দিয়ে জল প্রবেশ ডুকে বৃহত্তর পূর্ব হাইলাকান্দি প্লাবিত করেছে।
ভয়াবহ বন্যার কবলে পড়েছে পূর্ব হাইলাকান্দির নিমাইচান্দপুর, সুদর্শনপুর, কালাছড়া, সামারিকোনা, মাটিজুরী, বড়হাইলাকান্দি, বন্দুকমারা, পূর্বগুল ইত্যাদি গ্ৰাম।
জনগণের অভিযোগ, সারা বছর নদী ভাঙ্গনের কোন কাজ হয়নি, বন্যা আসলেই জলসম্পদ বিভাগ জিও ব্যাগ দিয়ে ভাঙ্গন প্রতিরোধের নাটক করে।
বারবার এবিষয়ে দাবী জানানোর পরও সংশ্লিষ্ট বিভাগ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। তাছাড়া এবিষয়ে স্থানীয় বিধায়কের কোন তৎপরতা দেখা যায়নি।
বিধায়ক নিজাম নদীর বাঁধ নির্মাণের কাজে বরাতপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে তদন্তের দাবি জানান।
তিনি জলসম্পদ মন্ত্রী পিযুষ হাজারিকা ও রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে সাক্ষাৎ করে শীঘ্রই এই নদী ভাঙ্গন প্রতিরোধের আশ্বাস দেন। এদিন বিধায়ক নিজামের সঙ্গে ছিলেন অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কবির উদ্দিন লস্কর।