নিউজ ডেক্স, গণআওয়াজ : সংঘটিত হল শিলচর তারাপুর ওভারব্রিজে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। অল্পের জন্য প্রাণে বাঁচলেন তারাপুর ওভার ব্রিজের নিচে থাকা লোকজন।
শুক্রবার রাতে সংগঠিত হয় এই দুর্ঘটনা।
জানা গিয়েছে, রিকোভারি গাড়ি দিয়ে একটি টিপার গাড়ি টেনে নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙ্গে পাশের দোকানে আঘাত করে।
এতে বেশ কয়েকটি দোকান ঘর ক্ষতিগ্রস্ত হয়। ভাগ্যিস, দুর্ঘটনার সময়ে দোকানে কোন লোক ছিলনা।
তবে গাড়ির চালক ও সহচালক গুরুত্তর আহত হয়েছেন।
স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারাপুর ফাঁড়ি এবং কাছাড়ের পুলিশ সুপার ঘটনাস্থলে ছুটে যান।
আহত চালক ও সহচালককে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন তাদের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লক্ষ টাকার অধিক হবে বলে অনুমান করা হচ্ছে।
অনেকে এই দুর্ঘটনার জন্য রেলিং-এর নিম্নমানের কাজকে দায়ী করছেন। এর আগেও ব্রিজে অনেক দুর্ঘটনা হয়েছে, কিন্তু রেলিং মজবুত থাকায় কারো তেমন ক্ষতি হয়নি।
কিন্তু এই মজবুত রেলিং ভেঙ্গে কোটি কোটি টাকা আত্মসাৎ করতে নিম্নমানের দুর্বল রেলিং তৈরি করা হয়েছে। পুরো ক্ষতিপূরণ বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থার কাছ থেকে আদায় করতে এবং ওই ঠিকাদার সংস্থাকে ব্ল্যাকলিস্ট করারও দাবী জানিয়েছেন অনেকে।