প্রীতম কুমার নাথ, ধলাই : বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পালই চাবাগিচার মূল অফিস ঘর, বিনষ্ট হলো শ্রমিকদের নথিপত্র সহ কম্পিউটার সহ অন্যান্য আসবাব পত্র।
মঙ্গলবার রাতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভষ্মীভূত হল পালই চাবাগিচার অফিস ঘর।
আনুমানিক রাত সাড়ে দশটার সময় অফিসঘরে আগুন লাগে। এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারন জানা যায়নি।
ধলাই থেকে দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই অফিসঘরে থাকা বাগান শ্রমিকদের নথিপত্র সহ বাগানের মূল্যবান নথি, কম্পিউটার ও অন্যান্য আসবাব পত্র পুড়ে ছাই হয়ে যায়।
আগুন লাগার সঙ্গে সঙ্গে লোকজন জড়ো হয়ে অনেক চেষ্টা চালিয়েও কোন সামগ্রী আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা করতে পারেননি।
মূহুর্তেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। বাগান ম্যানেজমেন্টের পক্ষ থেকে আগুন লাগার খবরটি জানানো হয় ফায়ার ব্রিগেড সহ ধলাই পুলিশকে। তড়িঘড়ি তারা ঘটনা স্থলে উপস্থিত হন এবং প্রায় আড়াই ঘন্টা প্রয়াস চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে আগামী শনিবার দিনে বাগান শ্রমিকদের সাপ্তাহিক তলব রয়েছে। কিভাবে শ্রমিকদের তলব দেওয়া হবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন বাগান ম্যানেজার কেশব ভৌমিক।