ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ হাইলাকান্দি : শনিবার আলগপুর এ এল চৌধুরী কলেজের নবীনবরণ অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের মধ্যে এক অঘটন সংঘটিত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সময়ে হঠাৎ করে পড়ুয়াদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
শনিবার বিকেল আনুমানিক সাড়ে চারটায় অনুষ্ঠানের শেষ পর্বে ছাত্র ছাত্রীরা গান বাজনা এবং ড্যান্স করতে গেলে শুরু হয় ধুন্দুমার কান্ড।
একে অপরকে ঠেলা ধাক্কা এবং হাতাহাতিতে গুরুতর আহত হন ডিগ্ৰী প্রথম সেমিষ্টারের দুই পড়ুয়া।
দীর্ঘ সময় কলেজের ভিতরে ছাত্র ছাত্রীদের মধ্যে তুমুল উত্তেজনা ও মারপিটের ঘটনার পর আহত দুই পড়ুয়াকে আলগপুর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
সেখান থেকে পরে হাইলাকান্দি এসকে রায় অসামরিক হাসপাতালে প্রেরণ করা হয়।
দীর্ঘ সময় চিকিৎসার পর আহতদের জ্ঞান ফিরে। আহত দুজন হল চিপরসাঙ্গনের বছর ২২ এর এক ছাত্রী ও নর্থ রংপুরের বছর ২২ এর আব্দুল মুনিম মজুমদার।
দুজনই এ এল চৌধুরী কলেজে ডিগ্ৰী প্রথম সেমিষ্টারে অধ্যয়নরত।
তাদের খবর নিতে হাসপাতালে ছুটে যান আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী।
তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্ৰহনের দাবি জানান।
বিধায়ক নিজাম বলেন, কলেজ চলাকালীন সময়ে কলেজের অধ্যক্ষ হলেন ছাত্র ছাত্রীদের অভিভাবক। তাই ছাত্র ছাত্রীদের উপর কলেজের অধ্যক্ষের নজর থাকা একান্ত জরুরি।
আলগাপুর-মোহনপুরের জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্করও হাসপাতালে গিয়ে পড়ুয়ার খোঁজ নেন।
তিনি এই কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত মন্ত্রী শহিদুল আলম চৌধুরী ও প্রয়াত ময়নুল হক চৌধুরীর ঐতিহ্য যাহাতে বিনষ্ট না হয় এ ধরনের নেক্কারজনক কাজ যাতে করতে না পারে সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জানান।
কলেজ কর্তৃপক্ষ থেকে অধ্যাপক ড০ বাহার উদ্দিন লস্কর বলেছেন, নবীন বরণ অনুষ্ঠানে এরকম ঘটনার কলেজ কর্তৃপক্ষ অত্যন্ত মর্মাহত।
মিষ্টির প্যাকেট বিতরণের সময় ছাত্র ছাত্রীদের মধ্যে এক হুলুস্থুল পরিবেশ সৃষ্টি হয়। ঠেলা ধাক্কায় দুই পড়ুয়া আহত হয়েছেন। কলেজের অধ্যক্ষ সহ অন্যান্যরা হাসপাতালে গিয়ে আহত পড়ুয়াদের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন।