প্রীতম কুমার নাথ, গণআওয়াজ ধলাই : পূর্ব ধলাইর আমড়াঘাটের গঙ্গানগরে গ্রেফতার তিন উগ্রপন্থী আজ ভোরে ভুবন পাহাড়ে এনকাউনটারে নিহত হয়েছে।
কচুদরম পুলিশ আগ্নেয়াস্ত্র সহ তিন জঙ্গিকে মঙ্গলবার আমড়াঘাটের গঙ্গানগর থেকে পাকড়াও করে।
খবর পেয়ে কাছাড়ের পুলিশ সুপার সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা ছুটে যান কচুদরম থানায়, চলে টানা জিজ্ঞাসাবাদ।
আজ ভোরেরদিকে ধৃত জঙ্গিদের নিয়ে ভুবন পাহাড়ে অভিযানে নামে পুলিশ।
কিন্তু পুলিশের উপস্থিতি জানতে পেরে জঙ্গিরা অতর্কিতে গুলি চালায়, প্রত্যুত্তরে পুলিশও গুলি চালায়।
জঙ্গি-পুলিশের এই গুলির লড়াই-এর সুযোগে আটকাধিন জঙ্গিরা পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে তিন জঙ্গির মৃত্যু হয়।
নিহত দুই জঙ্গি লালুঙ্গাউই হামার এবং লালবিকুং হামর কাছাড় জেলার কে. বেথেল ভুবনখাল দিলখুশ গ্রান্টের বাসিন্দা।
অপর জঙ্গির নাম জোশুয়া, সে মনিপুরের চুরাচাঁদপুর মহকুমার টিপাইমুখের বাসিন্দা। এই ঘটনায় তিনজন পুলিশ কর্মীও আহত হয়েছেন।