বৈঠক? গাঁওসভা করে বঞ্চিতদের তালিকাভুক্ত করার নির্দেশ জেলাপরিষদের সিইও-র
হাইলাকান্দি, ১৩ ডিসেম্বর : কাচা ঘর পাকা করার বদলে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে হিতাধিকারিদের নামই কেটে দেওয়া হয়েছে হাইলাকান্দি জেলায়।
২০১৮ সালের জিওটেক করা ঘরের অতিরিক্ত তালিকা থেকে নাম কেটে দেওয়া হাইলাকান্দি জেলার হাজার হাজার দিনমজুরকে নিয়ে আজ রাইজর দল ও কৃষক মুক্তি সংগ্রাম সমিতি জেলাপরিষদ কার্যালয় ঘেরাও করে।
এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার ২০১৮ সালের তালিকা থেকে নাম কর্তন করে দেওয়া হাজার হাজার মানুষকে নিয়ে রাইজর দল ও কৃষক মুক্তি সংগ্রাম সমিতি শহরে এক মহামিছিল বের করে।
এই মহামিছিলে নেতৃত্ব দেন রাইজর দলের জেলা সভাপতি জহির উদ্দিন লস্কর। মিছিলের খবর পেয়ে হাইলাকান্দি সদর থানার ওসি সহ এক বিশাল পুলিশ বাহিনী এসে মহামিছিল আটকে দেওয়ার চেষ্টা করেন।
অবশেষে রাইজর দল ও কৃষক মুক্তির আন্দোলন স্থলে উপস্থিত হন হাইলাকান্দির সার্কল অফিসার ডেবিট বরা।
তিনি আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে জেলাপরিষদের সিইও জয়দিপ শুক্লার সঙ্গে এবিষয় নিয়ে বৈঠকে বসার আশ্বাস দেন। তাঁর আশ্বাসে আন্দোলন সাময়িক ভাবে প্রত্যাহার করা হয়।
পরে এদিনই হাইলাকান্দি জেলাপরিষদ কার্যালয়ে সিইও-এর সঙ্গে বৈঠক হয়। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ১৫ ডিসেম্বর জেলার প্রতিটি জিপিতে গাঁওসভা করে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে ছেঁটে দেওয়াদের নাম অন্তর্ভুক্ত করে তালিকা জমা দেওয়া হবে।