দক্ষিণ করিমগঞ্জ খন্ড উন্নয়ন অফিসে অবসরপ্রাপ্ত কর্মীচারির দালালরাজ কায়েম! এনজিও-র মামলা

Spread the love

আব্দুর রহমান, নিলামবাজার : দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন খন্ডের অবসরপ্রাপ্ত চতুর্থশ্রেনীর এক কর্মীর বিরুদ্ধে দালালরাজ কায়েম করার অভিযোগ এনে মামলা করল এজিও।

২০১৭ সালে চাকুরী থেকে অবসর হন উন্নয়ন ব্লকের চতুর্থশ্রেনীর কর্মী আতাউর রহমান লস্কর।

কিন্তু রহস্যজনকভাবে তিনি নিয়মিত ব্লক অফিসে উপস্থিত থাকান এবং বিভিন্ন ধরনের দালালিতে জড়িত রয়েছেন বলে অভিযোগ।

বিভাগীয় কর্তৃপক্ষের পরোক্ষ মদতে ব্লক কার্যালয়ে অবসরপ্রাপ্ত চতুর্থশ্রেনীর এই কর্মী দালারাজ কায়েম করার অভিযোগ এনে মামলা করেছে দক্ষিণ করিমগঞ্জের জনতার আওয়াজ এনজিও।

রাজ্যিক দুর্নীতি দমন শাখাকেও এব্যাপারে অবগত করা হয়েছে।

এনজিওর সভাপতি মানই মিয়া এবং সম্পাদক পাখী মিয়া তাপাদার জানিয়েছে বিষয়টি লিখিতভাবে করিমগঞ্জের জেলা শাসককে জানানো হয়েছে।

তারা জানান, সাধারণ মানুষকে সরকারী সুযোগ সুবিধা পাইয়ে দিতে সিনিয়র করণিক মানব রায় বিতর্কিত এই আতাউরের মাধ্যমে উৎকোচ আদায় করেন।

 অভিযোগ অনুসারে করনিক মানব রায়ের হয়ে সরকারি বাজার ও ফিসারীর লিজ-বন্ধকের দালালিতে সরাসরি জড়িত আতাউর রহমান লস্কর।

আতাউর নিজেকে খন্ড উন্নয়ন আধিকারিক পরিচয় দিয়ে আত্মসহায়ক গোষ্টীর মহিলাদের কাছ থেকেও  উৎকোচ আদায় করে।

দাবি মত উৎকোচ না দিলে বিভিন্ন আবেদন পত্র আটকে দেওয়ারও তার ক্ষমতা রয়েছে।

আতাউরের এক ছেলে ইমদাদুর রহমান আঞ্চলিক পঞ্চায়েতের টিসি বিভাগে কাজ করছে, অথচ সে এনআরএলমের কর্মী হিসেবে মাসিক বেতন নিচ্ছে।

এক ব্যক্তি দুটি পদে কিভাবে চাকরি করতে পারে? এনিয়েও তারা প্রশ্ন তুলেন।

এছাড়াও তারা জানান, কোভিডের সময় সরকার থেকে গরীবদের জন্য নগদ আর্থিক সহায়তার টাকা আসলেও বিতর্কিত আতাউর রহমান আত্মসাৎ করেছেন।

পিতাপুত্রের এমন স্থিরচিত্র বিগত দিনে হুলস্থুল পরিস্হিতির সৃষ্টি হলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন করনিক মানব রায় সহ অন্যান্য ব্লকের কর্মীরা।

কিন্তু সেই ছবিটি এখনো মজুত রয়েছে তাদের হাতে। তাড়া বলেন, রাজ্যে স্বচ্ছলতা ফিরলেও দক্ষিণ করিমগঞ্জ ব্লকে দালালরাজ কায়েম রেখেছেন অবসরপ্রাপ্ত ফোর্থগ্রেইড কর্মী রহমান।

ফিসারী ও বাজার লিজের ক্ষেত্রে উৎকোচের বিনিময়ে আবেদনকারীদের দরপত্রের গোপন খাম খুলে একজনের দরপত্রের তথ্য অন্য জনকে পাচার করার অভিযোগও তুলে এনজিও।

এসব দুর্নীতিতে হস্তসিদ্ধ অবসরপ্রাপ্ত কর্মী আতাউরকে দিয়ে মানব রায় সহ অন্যান্য আমলারা দালালরাজ চালিয়েছেন। এনজিওর কর্মকর্তারা জানান, আদালতে মামলা করার পর আদালত অবসরপ্রাপ্ত কর্মী সহ দু’জনের বিরদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token