অমৃত পাল, কাঞ্চনপুর : উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরের উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে রক্তদান শিবিরের মাধ্যমে এনএসএস-এর ৭দিনের স্পেশাল ক্যাম্পিং শুরু হয়েছে।
বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে এবং সোশ্যাল প্রোগ্রেসিভ সোসাইটির সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয়।
রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চনপুরের এমডিসি শৈলেন্দ্র নাথ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন লালজুরী আর ডি ব্লকের বিএইচসি চেয়ারম্যান অজন্ত চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন কাঞ্চনপুরের বিশিষ্ট সমাজসেবী গৌতম রায়, দীপিকা বড়ুয়া সহ কাঞ্চনপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা।
আজকের এই রক্তদান শিবিরে ২০ জন ভলেন্টিয়ার সহ মোট ২৫ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন।