প্রীতম কুমার নাথ, গণআওয়াজ ধলাই : তিরিশ হাজার ইয়াবা টেবলেট সহ একজনকে গ্রেফতার করলো ধলাই থানার পুলিশ।
যার আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় নয় কোটি টাকা হবে বলে অনুমান করা হচ্ছে।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার বিকেলে পুলিশ শিলচর-আইজল জাতীয় সড়কের কাটাখালে একটি স্কুটি থেকে এই বিশাল অর্থের মাদক ট্যাবলেট গুলো জব্দ করে।
আটক করা হয় পাচারকারী স্কুটি চালক আব্দুল আলিমকে। ধৃত আব্দুল আলিমের বাড়ি ধলাই থানা এলাকার সপ্তগ্রামে জানাগেছে।
কিন্তু আব্দুল আলিমের সঙ্গে থাকা ধলাই বাজারের বাসিন্দা টুটন দাস নামের অন্য এক পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশে জেরায় আলিম জানিয়েছে, ধলাই বাজারের টুটন দাস তার সাথে ছিল এবং পুলিশ দেখে পালিয়ে যায়।
মাদক পাচারে ব্যবহৃত স্কুটিটি ধলাই পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং ধৃত আব্দুল আলিমকে আদালতে সোপর্দ করা হয়েছে।