শম্ভু দাস, গণআওয়াজ শিলাপাথর : নন্দীগিরি ভুঁইয়া সমাজ কল্যাণ ট্রাস্টটের চিচিবরগাঁও বিধানসভা সমষ্টির প্ৰায় শতাধিক কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় মহাবিদ্যালয়ে আজ এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন অধ্যক্ষ ড০ কমল গগৈ এবং সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন হোমেন সানোয়াল।
সভায় দেশের ৭৭তম স্বাধীনতা দিবস যাকজমকে উদযাপন করা সহ বেশ কয়েকটি গুরুত্বপূৰ্ণ প্ৰস্তাব গ্ৰহন করা হয়।
স্বাধীনতা দিবসের দিন নন্দীগিরি ভুঁইয়া সমাজ কল্যাণ সমিতির পূৰ্ণাংগ কমিটি আনুষ্ঠানিকভাবে জনতার সামনে তুলে ধরা হবে বলে ঘোষণা করা হয়।
উল্লেখ্য যে বিগত প্ৰায় ১০ বছর থেকে নন্দীগিরি ভুঁইয়া নিজের উপাৰ্জনের ২৫ শতাংশ অর্থ সমাজের আৰ্থজনের হীতে দান করে আসছেন।
ট্রাস্টটি সমাজের দরিদ্র মেধাবী ছাত্রছাত্রী এবং দুরারোগ্য রোগীদের সাহায্যেও কাজ করে আসছে বলেও জানান ট্রাস্টের কর্মকর্তারা।
সভায় চিচিবরগাঁও সমষ্টির বিভিন্ন ক্ষেত্ৰে জড়িত থাকা সমাজের বুদ্ধিজীবি, সমাজকৰ্মী সহ পাঁচ শতাধিক লোকে উপস্থিত ছিলেন।