উধারবন্দ প্রতিনিধি, গণআওয়াজ : উধারবন্দ ব্লক কংগ্রেসের বর্ষপূর্তি অনুষ্ঠান পালনের জোর প্রস্তুতি চলছে।
আগামী ১৩ আগষ্ট উধারবন্দ ব্লক অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান।
এতে কাছাড় জেলা ও প্রদেশ কংগ্রেস নেতৃত্বরাও উপস্থিত থাকাবেন বলে জানিয়েছেন উধারবন্দ ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায়।
বুধবার পানগ্রামে ব্লক কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সভাপতি পুলক রায় একথা জানান।
সাংবাদিক সম্মেলনে উঠে আসে উধারবন্দ বন বিভাগের আধিকারিকের কাছে ব্লক কংগ্রেস সভাপতির মোটা অংকের চাঁদা চাওয়ার প্রসঙ্গ।
এব্যাপারে তিনি বলেন, এই বিষয়টি সম্পর্কে পরিষ্কার বার্তা দিতে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে ব্লক কংগ্রেস।
সভাপতি পুলক জানান, ২৬ আগষ্ট দয়াপুর থেকে দলীয় কাজ সেরে ফেরার পথে উধারবন্দ বন বিভাগের কার্যালয়ের সামনে আসার পর বন আধিকারিকের সঙ্গে দেখা হয়।
দুজনের মধ্যে স্বাভাবিক কথাবার্তার ফাঁকে আধিকারিককে ১৩ আগষ্টের অনুষ্ঠানের জন্য কিছু আর্থিক সাহায্যের অনুরোধ করেছি।
তিনি কিছু একটা লিখে দিতে বলায় গাড়িতে থাকা একটি দলীয় রসিদে কুড়ি হাজার টাকা এবং সঙ্গে একটি চিঠিও লিখে তার হাতে দিয়েছি।
কিন্তু তিনি চাঁদা বাবদ কোন অর্থ পাইনি। এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি আবুল হোসেন বড়ভুইয়া, মহিলা কংগ্রেস সভানেত্রী বিধুরানী সিং, এসসি মোর্চার সভাপতি কানাই রবিদাস সহ অন্যান্যরা।