ধর্মনগর প্রতিনিধি : সময় পালটেছে ত্রিপুরার রাজনীতিতে, এবার শাসক দলকে দ্বারস্থ হতে হচ্ছে প্রশাসনের।
হা এটাই সত্য, ফ্ল্যাগ-ফেস্টন ছেরা এবং নষ্ট করার অভিযোগ নিয়ে এবার রাজ্যের শাসক দল দ্বারস্থ হল বাগবাসা থানার।
বিজেপির অভিযোগ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলের এক প্রার্থীর ফ্ল্যাগ ফেস্টুন লাগানো হলে তা রাতের অন্ধকারে সিপিআইএম এবং কংগ্রেস দলের দুষ্কৃতিরা নষ্ট করে দিয়েছে।
দলের কর্মীরা প্রচার অভিযানের জন্য বাগবাসা গঙ্গানগর এলাকাকে সাজানোর জন্য এই ফ্লেগ ফেস্টুন লাগিয়েছিল।
কিন্তু বিজেপি কর্মীরা বাড়ি চলে যাওয়ার পর বিরোধী দলের দুষ্কৃতীরা তাদের প্রচারসজ্জা নষ্ট করার প্রয়াস চালায় বলে অভিযোগ করা হয়েছে।
বিজেপির জেলা পরিষদ প্রার্থী জয়জিৎ শর্মার নেতৃত্বে এলাকার পঞ্চায়েত সমিতির এবং গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরা বাগবাসা থানায় গিয়ে এভাবেই অভিযোগ দায়ের করেন।
পরে বিজেপির বাগবাসা মন্ডল কার্য্যালয়ের সামনে এসে জয়জিৎ বিরোধী দলের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ক্ষমতা থাকলে সামনা সামনি এসে প্রচারসজ্জা নষ্ট করে দেখাক।
তিনি বলেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় রয়েছে তাই প্রশাসনের দ্বারস্থ হওয়া প্রয়োজন বলে তারা প্রচারসজ্জা ঠিক রাখার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।