নিউজ ডেক্স, গণআওয়াজ : তিনদিন ধরে নেই বিদ্যুৎ, গরমে অতিষ্ঠ হয়ে গ্রাহকরা রাতেই নামলেন রাস্তা অবরোধে।
এই লজ্জাজনক ঘটনার সাক্ষী হল শহর শিলচর।
রবিবার রাতে শিলচর ন্যাশনাল হাইওয়ের গৌড়িয় মঠের সামনে বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানান।
প্রতিবাদীরা জানান, প্রচণ্ড গরমের মধ্যে তিনদিন থেকে বিদ্যুৎ না থাকায় মানুষ হাঁসফাঁস করছেন।
বহু লোক অসুস্থ হয়ে পড়ছেন।
বারকয়েক এ বিষয়ে বিভাগীয় আধিকারিকদের জানানো সত্তেও কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি।
তাই বাধ্য হয়ে রাতেই তাদেরকে এই অবরোধে নামতে হয়েছে বলে জানান তারা।
বিক্ষুব্ধরা জানিয়েছেন, অতিসত্বর বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হলে আন্দোলন আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলা হবে।