ধর্মনগরে শুরু হল লার্নার্স এডুকেশনাল সোসাইটির নবম নাট্যমঞ্চ নাট্যোৎসব

Spread the love

ধর্মনগর প্রতিনিধি : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে অর্ধেন্দু ভট্টাচার্য্য স্মৃতি ভবনে অনুষ্ঠিত হল লার্নার্সের নবম নাট্যমঞ্চ নাট্যোৎসব।

উল্লেখ্য যে লার্নার্স এডুকেশনাল সোসাইটি রাজ্যের উল্লেখযোগ্য একটি নাট্যদল।

তাদের পরিবেশিত বিভিন্ন নাটক দেশে ও বিদেশে দর্শকের মন জয় করেছে এবং প্রসংশাও কুড়িয়েছে।

শুক্রবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমর চক্রবর্ত্তী।

উপস্থিত ছিলেন রাজ্যের খ্যাতনামা যাত্রা শিল্পী মানিক দেবনাথ, লার্নার্স এডুকেশনাল সোসাইটির সভাপতি মনিদীপ দাস, সম্পাদক রত্নদীপ চক্রবর্ত্তী, সহ সভাপতি সন্তোষ ভট্টাচার্য্য সহ লার্নার্সের সদস্যারা।

শুক্রবার থেকে শনিবার দুদিন ব্যাপী চলে এই নাট্যোৎসব।

প্রথমদিনে সৃষ্টি দাসের নির্দেশনায় ডান্স ভার্সের ‘কান্তারা’ নামের একটি নৃত্য নাট্য পরিবেশন করেন ডান্স ভার্সের শিল্পীরা, যা দর্শকের কাছ থেকে অনেক প্রসংশা পায়।

এরপর আগরতলার নাট্যদল রাঙ্গামাটি নাট্যক্ষেত্রের প্রযোজনায় ছিল শঠে শঠ্যাং, নির্দেশনায় ছিলেন উওম দাস। এটিও দর্শকের প্রসংশা কুড়োয়।

আজ আগরতলার নাট্যভূমি নাট্যদলের নাটক মানিব্যাগ পরিবেশিত হয়, নির্দেশনায় ছিলেন সঞ্জয় কর।

নবম নাট্যমঞ্চ নাট্যোৎসবের মঞ্চ এবার উৎসর্গ করা হয় বিজয় লক্ষ্মী সেনের স্মৃতিতে। 

এদিন লার্নার্সের নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দশম নাট্যমঞ্চ নাট্যোৎসবের লোগো প্রকাশিত হয়। সোসাইটি তাদের দশম নাট্যমঞ্চ নাট্যোৎসব দলের সদস্য বিশাল শর্মার স্মৃতিতে উৎসর্গ করার কথা ঘোষণা করেছে।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token