স্বপন পাল, গণআওয়াজ দার্জিলিং : নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা ক্যানেলে পড়ে গেল টোটো। ভাগ্যের জোরে প্রাণে বাঁচলেন টোটোতে থাকা দুটি শিশু।
ঘটনাটি রবিবার সকালে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ী তিস্তা ক্যানেলের পুটিমারি এলাকায় ঘটেছে।
জানা গিয়েছে, শিলিগুড়ির এক বাসিন্দা টোটো নিয়ে পুটিমারি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
তিনি টোটোটি তিস্তা ক্যানালের পারে দাঁড় করিয়ে রাখেন, ভুল বসত টোটোতে লাগানো ছিল চাবি।
দাঁড়িয়ে থাকা এই টোটোতে উঠে খেলছিলো এলাকারই দুটি শিশু, কিন্তু হঠাৎ তাদের চোখ পড়ে টোটোতে লাগানো চাবির দিকে।
তাই খেলার ছলনায় তার চাবিটি ঘুরিয়ে দেয়, এতেই টোটোটি হুড়মুড়িয়ে পড়ে যায় তিস্তার জলে।
যদিও বুদ্ধির জোরে দুটি শিশু টোটো থেকে লাফ দিয়ে নিজেদের জীবন বাঁচায়।
কিন্তু মুহুর্তের মধ্যে টোটোটি তিস্তার জলে ডুবে যেতে দেখে তারা চিৎকার চেঁচামেচি শুরু করে। শিশুদের এই চিৎকার চেঁচামেচি শুনে জড়ো হন এলাকার লোকজন, তারা পড়ে রশি দিয়ে বেঁধে টোটোটি জল থেকে টেনে তুলেন।