হাইলাকান্দি প্রতিনিধি, গণআওয়াজ : রাজ্য সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিযুক্তি পরীক্ষার কেন্দ্র হাইলাকাকান্দিতে দেওয়ার দাবিতে মূখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী।
পূর্ব হাইলাকান্দির মাটিজুরীতে এক ফুটবল ফাইনাল খেলার অনুষ্ঠানে মূখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক নিজাম।
অনুষ্ঠানের পর সাংবাদিক নিজাম বলেন, হাইলাকান্দির মানুষ মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে যথেষ্ট ভালোবাসেন।
যার প্রমাণ বিগত লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনের বিজেপি প্রার্থীকে ইভিএম ভর্তি করে হাইলাকান্দির জনগণ ভোট দিয়েছেন।
তাছাড়া হাইলাকান্দি জেলা তো অসমের বাহিরে নয়, তবে কেন এই জেলাকে নিযুক্তি পরীক্ষার কেন্দ্র থেকে বঞ্চিত করা হবে, প্রশ্ন নিজামের?
বিগত বছর কাছাড় জেলায় নিযুক্তি পরীক্ষা কেন্দ্র থাকায় হাইলাকান্দির অনেক পরীক্ষার্থী ট্রাফিক সমস্যার কারনে সময়মতো পরীক্ষা কেন্দ্র উপস্থিত হতে পারেননি।
তাই হাইলাকান্দিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিযুক্তি পরীক্ষা কেন্দ্র দেওয়ার জন্য মূখ্যমন্ত্রী কাছে করজোড়ে আবেদন জানান আলগাপুরের বিধায়ক।
এদিন মাটিজুরী ইয়ং স্টার বনাম রংপুর ইলেভেন স্টার উভয় দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে রংপুর ইলেভেন স্টার দলকে ৩ – ১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে ইয়ং স্টার মাটিজুরি।
খেলা শেষে প্রথম পুরস্কার হিসাবে চ্যাম্পিয়ান ইয়ং স্টার মাটিজুরি দলের হাতে ১২ হাজার টাকার চেক ও ট্রফি তুলে দেন নিজাম উদ্দিন চৌধুরী।
রানার্স রংপুর ইলেভেন স্টার দলের হাতে দ্বিতীয় পুরস্কার হিসাবে ৮ হাজার টাকার চেক ও ট্রফি তুলে দেন মাটিজুরি সমবায় সমিতির প্রাক্তন চেয়ারম্যান কমরুল আমিন লস্কর ও ছাত্র সংগঠন এজেওয়াইসিপি-র কেন্দ্রীয় সম্পাদক কবির উদ্দিন লস্কর প্রমুখ।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী কাওসার আহমদ লস্কর, অধ্যাপক সাইদুর রহমান মজুমদার, সাইদুর রাহমান চৌধুরী, খেলা পরিচালন সমিতির সভাপতি সালেহ আহমদ লস্কর সহ অন্যান্যরা।