অনিমেষ চক্রবর্তী, বড়খলা : চব্বিশের লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয়ি করার আহ্বান জানালেন সাংসদ গৌরব গগৈ।
বৃহস্পতিবার বিকেলে বড়খলার ভাঙ্গাঁরপারে এক জনসভা এই আহ্বান জানান লোকসভার বিরোধী উপদল নেতা গৌরব।
প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ তনয় গৌরব গগৈ তার দীর্ঘ বক্তব্যে বর্তমান বিজেপি সরকারকে তুলোধুনো করেন।
তিনি বলেন, বিজেপি সাধারণ মানুষকে প্রলোভন দিয়ে ভোট নিয়ে সিণ্ডিকেট কায়ম করেছে।
কংগ্রেস সাংসদ গৌরবের দাবী, এই সরকার গরিবের জন্য নয় এই সরকার তেলি মাথায় তেল দেওয়ার সরকার।
বেকার সমস্যা, দ্রব্যমুল্য বৃদ্ধি সহ বিভাজনের রাজনীতির জন্য বিজেপিকে কটাক্ষ করেন সাংসদ গৌরব।
তিনি বলেন, বিজেপি ধর্মীয় বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় আসার পর গণতন্ত্রকে হরণ করার চেষ্টা করছে।
দেশের গণতন্ত্র সংকটাপন্ন বলে উল্লেখ করে গৌরব গগৈ।
এদিন বিজেপিকে নিশানা করে বক্তব্য দেন বড়খলা বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, প্রাক্তন মন্ত্রী অজিৎ সিং সহ অন্যান্যরা।
সভায় পৌছার পর কংগ্রেস কর্মীরা সাংসদ গৌরব গগৈকে ফুল ছিটিয়ে স্বাগত জানান দলের কর্মীরা। পরে উত্তরীয় এবং অসমীয়া ঝাঁফী দিয়ে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। সভার শুরুতে মনিপুরি নৃত্য শিল্পীরা পরিবেশন নৃত্য করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল।