নিউজ ডেক্স, গণআওয়াজ : সংরক্ষণ বিরোধী আন্দোলন থেকে বাংলাদেশে হিন্দু নিধন আন্দোলনের রূপ নেওয়ায় উদ্বিগ্ন শিলচরের সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সহ সাধারণ জনগণ।
বুধবার কাছাড়ের জেলা শাসকের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র দিয়ে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষায় অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন তারা।
উল্লেখ্য যে, সংরক্ষণ নিয়ে বেশ কিছুদিন ধরে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ জ্বলছে। প্রধানমন্ত্রীর সেখ হাসিনাকে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়তে বাধ্য করা হয়।
এরপর থেকে শুরু হয় সংখ্যালঘুদের উপর নির্যাতন, আক্রমণ চালানো মঠ-মন্দির সহ হিন্দুদের বাড়িঘরে।
মৌলবাদের লাগাতার আক্রমণে শিকার হচ্ছেন বাংলাদেশের হিন্দুরা। বাঁচানোর জন্য আর্তনাদ করে অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন।
কাছাড়ের জেলা উপায়ুক্তের মাধ্যমে পাঠানো স্মারকপত্রে বাংলাদেশে হিন্দু নির্যাতনে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপের দাবী জানিয়েছেন।