সুস্মিতা দাস, গণআওয়াজ করিমগঞ্জ : দেশের ৭৮তম স্বাধীনতা দিবসের সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রেস ক্লাব করিমগঞ্জের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল হর ঘর তিরঙ্গা সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে এই সাংস্কৃতিক কার্যসূচি শুরুর আগে আমন্ত্রিত অতিথিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
এবছর মুখ্যমন্ত্রীর সাংবাদিক পেনশন লাভ করেছেন প্রেস ক্লাব করিমগঞ্জের সভাপতি মিহির দেবনাথ। আজ অনুষ্ঠান মঞ্চে বিশিষ্ট সাংবাদিক মিহির দেবনাথকে সাংবাদিকরা সংবর্ধনা জ্ঞাপন করেন।
মিহির দেবনাথ তাঁর ভাষণে দেশ স্বাধীনতার সেই সংগ্রামের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরার পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের খানিকটা দিক তুলে ধরেন।
তিনি জীবনে সাংবাদিকতা ছাড়া আর কোনো পেশায় কাজ করেননি, আজীবন কলম দিয়ে সংগ্রাম করে গেছেন।
জেলা আয়ুক্ত মৃদুল যাদব তাঁর ভাষণে হর ঘর তিরঙ্গা কর্যসূচির প্রেক্ষাপট তুলে ধরার পাশাপাশি স্বাধীনতা আন্দোলনে বীর শহিদদের স্মরণ করেন।
মঞ্চে ছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, বিজেপি নেতা অমরেশ রায় প্রমুখ। ভাষণ শেষে শুরু হয় সাংস্কৃতিক কার্যসূচি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রেস ক্লাবের সম্পাদক অরূপ রায়।