নিউজ ডেস্ক, গণআওয়াজ : জেলা প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যে এবার শিলচর ডিএসএ ময়দানে পতাকা উত্তোলন করলেন মন্ত্রী নন্দিতা গারলোসা।
পতাকা উত্তোলনের পর মন্ত্রী গারলোসা উপস্থিত জনগণের সামনে বক্তব্যে আসাম সরকারের চলমান উন্নয়নমূলক কাজের বর্ণনা দেন।
এদিন প্রথমে পুলিশ কনস্টেবল, ব্যাটালিয়ান কমান্ড, স্কাউট গাইড, এনসিসি এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থী কুচকাওয়াজ করে মন্ত্রী নন্দিতাকে অভ্যর্থনা জানান।
পতাকা উত্তোলনের পর বিভিন্ন সংগঠনের যৌথ নৃত্য ও সঙ্গীত পরিবেশন এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর নৃত্য পরিবেশন করা হয়।
উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপি নেতা ও কানাদ পুরকায়স্থ সহ আরও অনেকে।
স্বাধীনতা দিবসের দিনব্যাপী অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় রয়েছে রোটারি ক্লাব অব শিলচর।