সুস্মিতা দাস, গণআওয়াজ করিমগঞ্জ : নেশা বিরোধী অভিযানে এবার বাজারিছরা পুলিশের বড় রকমের সাফল।
করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের আগাম ইনফরমেশনের ভিত্তিতে পুলিশ শনিবার দুপুরে সলগই ডেঙ্গারবন্দ গ্রামের পেট্রোল পাম্পের সামন থেকে সন্দেহজুক্ত এক যুবককে তল্লাসি চালায়।
এতে তার সঙ্গে ব্যাগ থেকে কুড়িটি ব্যাকেটে কুড়ি হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে, যার ওজন প্রায় সোয়া দু’কেজি।
বাজেয়াপ্ত নেশা দ্রব্যগুলোর কালোবাজারে মুল্য প্রায় কোটি টাকা হবে বলে ধারনা পুলিশের। ধৃত যুবক বারইগ্রাম ছালেপুরের বছর তেইশের আবুল হোসেন বলে জানাগেছে।
সে এই নেশা সামগ্রী পাচারের জন্য বিগত দিনেও জেল কেটেছে। আজ এই যুবক নেশা সামগ্রীগুলো নিয়ে একটি ছোট বাহনে করে সলগই বাজারে পৌছয়।
কিন্তু সে অনুভব করতে পারে পুলিশ তার পিছনে পড়েছে, তাই গাড়ী বদল করে সহযোগীদের বাইকে চেপে হাতিখিরা বাইপাস হয়ে আট নং জাতীয় সড়কের ধরে পায়ে হাঁটতে শুরু করে।
তখনই বাজারিছড়া পুলিশ তাকে পাকড়াও করে। পুলিশ তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট সহ একটি মোবাইল এবং একটি ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করেছে।
সন্দেহ করা হচ্ছে, এই যুবক অবৈধ নেশাসামগ্রীগুলো বাইপাসে অন্য কোন পার্টির কাছে সমঝে দিতে এসেছিল। আটক যুবককে জিজ্ঞাসাবাদের পর রবিবার এনডিপিএস ধারায় জেলা সিজেএম আদালতে সোপর্দ করবে পুলিশ।