মোস্তাফা আহমেদ মজুমদার, হাইলাকান্দি : করিমগঞ্জে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে অচল পয়সার সঙ্গে তুলনা করলেন বুরহান।
বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য আহ্বায়ক বুরহান উদ্দিন বড়ভূইয়া বললেন হাফিজ রশিদ রাজনীতিতে একজন ব্যর্থ ব্যক্তি।
বিগত দিনে অনেকবার দল বদল করেও তিনি ব্যর্থ হয়েছেন।এবার কংগ্রেস চাইছে এই ব্যর্থ ব্যক্তিকে দিয়ে করিমগঞ্জের আসন উদ্ধার করতে, কিন্তু বিফল হবে।
কারন, করিমগঞ্জের সংখ্যালঘুরা বিজেপি প্রার্থীকে ভোট দিয়ে পুনরায় জয়ী করবেন বলেন সংখ্যালঘু মোর্চার রাজ্য আহ্বায়ক বুরহান উদ্দিন বড়ভূইয়া।
তিনি বলেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের সময়ে দেশের সার্বিক উন্নয়ন হচ্ছে। জাতিধর্ম সকল সম্প্রদায়ের মানুষ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকারি সুবিধা লাভ করছেন।
বিজেপির দশ বছরের শাসনকালে দেশে যে উন্নয়ন হয়েছে কংগ্রেসের দীর্ঘ শাসনকালেও তা হয়নি। সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলকে দেখিয়ে বলেন বলেন কংগ্রেস এখন অস্থিত্ব সংকটে। মানুষ বিজেপিকেই ভোট দিয়েছেন।
তিনি বলেন, তেলেঙ্গানা ব্যতীত বাকি চারটি রাজ্যেই কংগ্রেস ধরাশায়ী হয়েছে। নিজেদের দখলে থাকা রাজ্যও হারিয়েছে কংগ্রেস।
চব্বিশের নির্বাচনে কেন্দ্রে ফের ক্ষমতায় বিজেপি আসবে বলেও দৃঢ়তার সঙ্গে দাবী করেন বুরহান। তিনি কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতাদেরকে বিজেপিতে যোগদান করে উন্নয়নে সহযোগিতা করার আহ্বানও জানান।