গণআওয়াজ প্রতিনিধ : উধারবন্দের হাসপাতালরোডে বিগ বাজেটের সার্বজনীন দুর্গাপূজার মণ্ডপের কাজের সূচনা হলো রবিবার।
শঙ্খধ্বনি, উলুধ্বনি ও পুরোহিতের মন্ত্রো উচ্চারণের মাধ্যমে মন্ডপের কাজের সূচনাপর্বে এবার মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
কমিটির পুজোয় এবারও থাকবে নয়া চমক। গত বছরের মতো এবারও পুজোয় আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
তাই শুরুতেই ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় উধারবন্দের হাসপাতালরোডে।
কমিটির কর্মকর্তারা প্রস্তুতি সম্পর্কে বলেন, বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে নির্মিত হবে মন্ডপ। বিভিন্ন বোতাম দিয়ে তৈরি হবে প্রতিমা।
মন্দিরের ভেতরে পরীর দেশের দৃশ্য ফুটিয়ে তোলা হবে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে উড়াল সেতু।
সেতুর সামনেই ইরানের সুবিখ্যাত টাওয়ার।
উপস্থিত ছিলেন দুই সভাপতি দর্শন প্রসাদ সিং ও প্রদীপ দাস, দুই সহ সভাপতি দুলাল চন্দ্র দেব ও সঞ্জু রায়, দুই সাধারণ সম্পাদক রিংকু দাস ও নন্দিতা দাস, সহ অন্যান্যরা।