প্রীতম কুমার নাথ, গনআওয়াজ ধলাই : নরসিংপুর স্বর্নলক্ষী এইচ এস স্কুলের বেহাল অবস্থার প্রতিবাদে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন প্রাক্তনী ও অভিভাবকরা।
দীর্ঘদিন থেকে অধ্যক্ষ বিহীন স্কুল পরিচালনায় বিপাকে রয়েছন স্কুল পড়ুয়ারা। টানা ৪ ঘন্টা পর স্কুল ইন্সপেক্টরের উপস্থিতির পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
বিক্ষুব্ধদের অভিযোগ, স্কুলের উন্নয়ন দীর্ঘদিন থেকে স্তব্ধ রয়েছে, এছাড়া স্কুলের শিক্ষার মানও খুবই নিম্ন পর্যায়ে যাচ্ছে।
সকাল থেকেই স্কুলের গেটে তালা ঝুলিয়ে প্রাক্তন ছাত্র এবং অভিভাবকদের বিক্ষোভের ফলে শিক্ষক-শিক্ষিকা সহ কেউই স্কুলে প্রবেশ করতে পারেননি।
তাদের অভিযোগ, স্কুলের শিক্ষক ও প্রশাসনিক কর্তৃপক্ষের উদাসীনতায় শিক্ষার মান নিম্নমুখী হচ্ছে। অভিভাবকরা জানিয়েছেন, যদি শীঘ্রই স্কুলের পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন তারা।
উল্লেখ্য, স্বর্ণলক্ষী স্কুলের খ্যাতি ভালো হলেও সম্প্রতি স্কুলের অবনতি নিয়ে দীর্ঘ দিন থেকে প্রশ্ন উঠছে।
অধ্যক্ষ ছাড়াই চলছে এই স্কুল, বারবার আবেদন জানানোর পরও অধ্যক্ষ নিযুক্ত দেওয়া হয় নি। স্কুল চলাকালীন সময়ে ছাত্রছাত্রীরা রাস্তায় ঘুরাফেরা করার অভিযোগ করেন অভিভাবকরা।
এদিকে মাত্র তিন বছর পর শতবর্ষ পূর্ণ করবে এই স্কুলের। এমতাবস্থায় স্কুলের এই দুরবস্থার সমাধানের দাবি জানান তারা।
স্কুল পরিদর্শক গনেশ হরিজন তাদের অভিযোগ শোনে পুরো স্কুল পরিদর্শন করে পরিকাঠামো সহ অন্যান্য সমস্যা শীঘ্রই সমাধানের আশ্বাস দেন।