অয়াহিদুর রহমান, গণআওয়াজ কলিয়াবর : প্রিপেইড স্মার্ট মিটারে লেজেগুবরে করে তুলছে কাজিরাঙ্গা ন্যাশনাল উদ্যানের পার্শ্ববর্তী কলিয়াবর কুঠরির বৃহৎ অঞ্চলের মানুষকে।
অত্যধিক বিলের কারনে রাতে তাদেরকে অন্ধকারে থাকতে হচ্ছে।
কাউকে ঘরের ধান বিক্রি করে প্ৰিপেড স্মাৰ্ট মিটার রিচাৰ্জ করতে হচ্ছে, আবার কাউকে ঋণ করে পরে অন্য উপায়ে এই ঋণ পরিশোধ করতে হচ্ছে।
মোটকথা আগের থেকে কয়েকগুণ বেশী বিল পরিশোধ করতে হচ্ছে জনগণকে।
কিন্তু এনিয়ে অভিযোগ করার পরও কোন গুরুত্ব দিচ্ছেন না বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা।
এদিকে বিদ্যুৎ বিভাগের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জোর করে মানুষের স্মার্ট মিটার লাগিয়ে দিচ্ছেন বলে অভিযোগ উত্থাপ করছেন অনেকেই।
জনগণের অভিযোগ অধিকাংশ স্মাৰ্ট মিটার বিসংগতিপূৰ্ণ, যার কারনে অধিক বিল পরিশোধ করতে হচ্ছে জনগণকে।
এদিকে এই জটিল ব্যবস্থার জন্য অনেক দরিদ্র পরিবার রিচাৰ্জ করতে পারছেন না।
বিশেষ করে বৃদ্ধ লোকদের এই ব্যবস্থার জন্য চরম সমস্যায় পড়তে হচ্ছে।
স্মাৰ্ট মিটারে সৃষ্ট এই সমস্যার জন্য কুঠরির অনেক মানুষ রাস্তায় বেরিয়ে এসেছেন। তাদের দাবী, অতিসত্বর স্মার্ট মিটার প্রত্যাহার করে আগের মিটার করতে হবে, অন্যতায় তীব্ৰ আন্দোলন গড়ে তুলা হবে।