গুয়াহাটি, ২১ অক্টোবর : মুখ্যমন্ত্রী ড০ শর্মার সভাপতিত্বে রাজ্য শিক্ষা কমিশনের সভা: শিক্ষা বিভাগের সর্বোচ্চ কমিটি রাজ্য শিক্ষা কমিশনের প্রথম বৈঠক আজ জনতা ভবনে অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষা অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় মিশন ফর অল এডুকেশনের ডিরেক্টর, ডিরেক্টর এসসিইআরটি, স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা বিভাগের সচিব উপস্থিত ছিলেন।
এই সভায় মুখ্যমন্ত্রী বলেন, নতুন শিক্ষানীতি বাস্তবায়নে রাজ্য শিক্ষা কমিশনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব বহন করতে হবে। প্রতিটি শিক্ষার্থী যাতে মানসম্মত শিক্ষা পায় এবং কোনো শিক্ষার্থী যেন শিক্ষা থেকে বাদ না পড়ে সে জন্য কমিশনকে কাজ চালিয়ে যেতে হবে।
দেশের শিক্ষাক্ষেত্রে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আগামী দিনে শিক্ষার মান উন্নয়ন করা প্রয়োজন।
বৈঠকে সমস্ত স্কুলের জন্য কমন সার্ভিস রুলস, প্রধান শিক্ষক এবং অধ্যক্ষদের জন্য কমন রিক্রুটমেন্ট বোর্ড, স্কুলের নিয়ম বই, স্টেট মিলিটারি স্কুল সোসাইটি প্রতিষ্ঠা, কলেজগুলিতে নিয়োগের জন্য কমন রিক্রুটমেন্ট বোর্ড গঠনের বিষয়ে আলোচনা করা হয়েছে।
বৈঠকে শিক্ষামন্ত্রী ড০ পেগু উপস্থিত ছিলেন, তিনি বলেন যে রাজ্যের নাগরিক হিসাবে আমাদের সকলের স্কুল এবং শিক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করার অধিকার রয়েছে।
তাই শিক্ষার পরিবেশ খতিয়ে দেখতে প্রতিটি কর্মকর্তাকে অন্তত তাদের কাছাকাছি স্কুল পরিদর্শনের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বিদ্যালয়টিকে একাডেমিক ক্ষেত্রে সুষ্ঠুভাবে এগিয়ে নিতে কলেজগুলোর অন্তত একটি স্কুলকে দত্তক নেওয়া উচিত। রাজস্ব ও দুর্যোগ প্রশমন মন্ত্রী যোগেন মোহন, হস্তশিল্প ও বস্ত্রমন্ত্রী উরখাও গৌড়া ব্রহ্মা এবং শিক্ষা উপদেষ্টা ডঃ ননীগোপাল মহন্তও বৈঠকে উপস্থিত ছিলেন।