বি কে দাস, কাঠিগড়া, ১২ সেপ্টেম্বর, সোমবার : বন্ধ ঘরে কালাইনে এক চিকিৎসকের আত্মঘাতীর ব্যর্থ চেষ্টা। চাঞ্চল্য শিলচর মেডিক্যালে চিকিৎসাধীন, ঘটনা চাউর হতে না হতে চাঞ্চল্য বিরাজমান
আজ কালাইনে এক চিকিৎসকের আত্মহত্যার চেষ্টা করার খবর চাউর হতে না হতেই শুধু কালাইন-কাটিগড়া নয় গোটা পশ্চিম শিলচরে চাঞ্চল্য দেখা দিয়েছে।
কারণ আত্মহত্যার চেষ্টায় ব্যর্থ হলেও সাধারণ মানুষের কাছে ঘটনাটি ঐতিহাসিক। কেন না ঈশ্বরের সমমর্যাদায় স্থান না হলেও সমতুল্য মনে করেন।
যারা কর্ম সূত্রে মানব সেবার অধিকার পেয়েছে, ওরা কিভাবে আত্মহত্যার পথ বেছে নিতে পারে?
যে কোন ব্যাধী নিবারনই যাদের জীবনের ব্রত সেই চিকিৎসকই এবার আত্মঘাতীর চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন কিভাবে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে।
ব্যাপারটা অবিশাষ্য হলে ও এটাই বাস্তব।
ঘরের দরজা বন্ধ করে নিজের ভেইন কেটে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন কালাইন এফআরইউর কর্তব্যরত চিকিৎসক সীদ্ধার্থ শেখর দাস।
কিন্তু সর্ব শক্তিমানের অশেষ কৃপায় এ যাত্রায় বেঁচে যান তিনি। তবে এখনও বিপদ মুক্ত নয় বলে জানা গেছে।
মারাত্বক জখম অবস্থায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের আই সি ইউ তে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান এফ আর ইউর ইনচার্জ ডঃ মৈত্রীসুর ভৌমিক।
বিশেষ সুত্রে খবর, রবিবার রাতে তার ভাড়া ঘরে প্রথমে দেধার ঘুমের টেবলেট খেয়েছেন ওই চিকিৎসক। সোমবার সকাল ৮ টা নাগাদ ধারালো ব্লেড দিয়ে নিজের হাতের ভেইন কেঁটে দেন স্বয়ং।
হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ভাড়া ঘরে উপস্থিত হয়ে দরজা ভেঙ্গে রক্তাক্ত অবস্থায় চিকিৎসক কে উদ্ধার করে কালাইন এফ আর ইউ তে নিয়ে আসেন।
কিন্তু চিকিৎসক সুমন ভৌমিক তাকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। এ সংবাদ লেখা পর্যন্ত চিকিৎসক দাস আই সি ইউ তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। চিকিৎসকের এই আত্মঘাতী ঘটনার আসল রহস্য বা কারণ জানা যায়নি।